এইমাত্র
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আরসার ৪ সদস্য আটক
  • এপ্রিলে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ, গুরুত্ব পাবে নাগরিক মতামত
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫

    সদস্য

    মানিকগঞ্জে পুলিশ সদস্যকে হুমকিদাতা যুবদল নেতা আটক

    মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ফ্রান্স শাখা যুবদলের সভাপতিক ফজলুল করিম শামীমকে (৩৫) আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

    রবিবার ( ১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনা ঘটে ।

    এই বিষয়ে পুলিশ জানান , বিকেলে শহরের ওই এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। এ ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।

    এসময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সাথেও অসালিন আচরণ করতে থাকে।

    পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।  তবে শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

    এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন বলেন, ‘ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা যুবদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। 

    তিনি আরও বলেন, দলীয় ভাবে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা যথাযথ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব’।

    মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ বলেন, ‘শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকেলে শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

    মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এমআর

    দৌলতদিয়ায় আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য জলিল ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে দৌলতদিয়া রেল স্টেশন নীরালা বোর্ডিংয়ের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


    গ্রেপ্তার জলিল ফকির (৪৪) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত সৈজুদ্দিন ফকিরের ছেলে ও  দৌলতদিয়া ইউপির সাবেক ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য।


    জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।


    এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।


    এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বর'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ মার্চ) দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


    এনআই

    রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

    রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


    শনিবার দিবাগত রাত ১১টার দিকে এই কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল। তদন্ত কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিশ কুমার ও বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।


    এর আগে শনিবার (১৫ মার্চ) দুপুরে রেলওয়ে স্টেশনের ওয়াশপিট লাইনে আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে কমিটি গঠন করা হয়।


    আব্দুল আওয়াল জানান, গতকালকের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ঘটনাটি তদন্ত করে এর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


    শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুটি খালি ট্রেনের আড়াআড়ি সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়াশপিটের সামনে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ও রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয় এবং চারটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনগুলো সরিয়ে নেয় ও ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


    জানা যায়, শনিবার বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আসছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যার কারণে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেন দুটি ফাঁকা থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 


    এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর সংঘর্ষের ঘটনায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। তবে মেরামতজনিত কারণে ধূমকেতু ট্রেনটি শেষ পর্যন্ত ডাউন শিফটে রেখে এ রুটের একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের (৭৯১-৭৯২) রেক দিয়ে পদ্মা এক্সপ্রেসকে (৭৫৯/৭৬০) রাজশাহী-ঢাকা রুটে চালানো হয়। এ দুর্ঘটনার কবলে পদ্মা এক্সপ্রেসের নির্ধারিত যাত্রার শিডিউল বিপর্যয় ঘটে। এতে এ ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।


    এবি 

    গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

    বরিশাল-ঢাকা মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা ছিলেন। এঘটনায় ভ্যানের আরও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।


    গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, রবিবার (১৬ মার্চ) সোয়া এগারটার দিকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩) মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় যাত্রীবাহি ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবরসহ আরও ৩ যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত বলে ঘোষনা করেন। 


    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক বাস ফেলে পালিয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    এআই

    নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম


    নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এক ইউপি সদস্য মেম্বারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্যের নাম শরিফুল ইসলাম (৪২)। তিনি কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের সাইফার রহমানের ছেলে। ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় একটি দোকানের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে মেম্বার শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল আধনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যেখানে তার চিকিৎসা চলছে।


    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এসআর

    গাজীপুরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩

    গাজীপুরের গাছা এলাকা থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা ১২ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি মনিরুজ্জামান ওরফে মনিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন, জাহিদ মন্ডল বাবু ও নূরা। 

    গতকাল বৃহস্পতিবার রাতে গাছা থানার পশ্চিম জাঝর এলাকা থেকে তাদের গ্রেফতার করে গাছা থানা পুলিশ। 

    এসময় সময় তাদের কাছ থেকে ৩৫ পঁয়ত্রিশ গ্রাম হেরোইন ও ১ টি ছোরা জাতীয় ডেগার উদ্ধার করা হয়।

    শুক্রবার(১৪ মার্চ ) দুপুরে গাজীপুরের গাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিন) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। 

    তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ জাঝর এলাকার আবুল কাশেমর বাড়ির পূর্ব পাশে বাউন্ডারি করা প্লটের ভিতরে পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মাদক ক্রয়- বিক্রয় ও সেবন করতেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং হিরোইন ও ডেগার উদ্ধার করা হয়। 

    অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান মনির পালানোর চেষ্টা কালে কনস্টেবল মোস্তফা কামালকে ডেগার দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আহত কনস্টেবল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।


    এনআই

    ভুয়া বিজিবি সদস্য পরিচয়ে বিয়ে করতে গিয়ে প্রতারক আটক

    নওগাঁর পত্নীতলা উপজেলায় বিজিবির অফিসার পরিচয়ে বিয়ে করতে আব্দুল কাদের নামে এক ভূয়া বিজিবিকে আটক করেছে স্থানীয়রা। প্রতারক আব্দুল কাদের পাশ্ববর্তী মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

    স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সেজেগুজে পত্নীতলায় বিয়ে করতে আসেন কাজী অফিসে। মেয়ের পরিবারকে বোঝান আমার পরিবার বিয়েতে রাজি না থাকায় আমি একাই এসেছি। বিয়ে করতে এসেই যেন কপাল পুড়লো তাঁর। ভূয়া পরিচয়ে ধরা খেয়ে যান স্থানীয়দের হাতে। বিভিন্ন সময় গরীব পরিবারকে টার্গেট করে ভূয়া অফিসার সেজে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণা করতেন তিনি।

    প্রতারক কাদের গোলামের মোবাইলের ফেসবুক মেসেঞ্জার ও ইমু আইডিতে অসংখ্য মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি চাকরি করেন এইজন্য ছুটিও পাননা তাদের সাথে দেখা করার। কিন্তু তাঁদের প্রত্যেকেই তিনি খুব ভালোবাসেন বলে জানান মেসেঞ্জার। পরবর্তীতে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

    এমআর

    উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

    কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। 


    সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। ইউনুস আলী ওই এলাকার নেছার শেখের ছেলে।


    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।


    জানা গেছে, সোমবার সকালে ইউনুস আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রসুনের জমিতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানাঘেষে শিমুল গাছের ডালে মৌচাক ছিলো। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে একঝাক মৌমাছি তার শরীরে পড়ে  মৌমাছির আক্রমণে শিকার হন তিনি। মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পেতে পাশেই পুকুরের পানিতে লাফিয়ে পড়েন তিনি। এ সময় মৌমাছির অনাবরত হুলে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে ওই ইউনিয়নের আনন্দ বাজার নামক স্থানে তার মৃত্যু হয়। 


    নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, সোমবার সকালে জমিতে কাজ করতে বড় ভাই মৌমাছির কামড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    এআই

    গাঁজা সেবনের অভিযোগে শিক্ষার্থীদের হাতে ধরা ২ পুলিশ সদস্যসহ তিনজন!

    নওগাঁ সরকারি (কৃষ্ণধন) কেডি উচ্চ বিদ্যালয় থেকে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে স্কুলের সীমানায় এসে ওই তিনজন গাঁজা সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদেরকে চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সার্চ করে তাদের নিকট একটি গাঁজার সিগারেট পাওয়া যায় বলে অভিযোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে এসে ডোপ টেস্টে পাঠিয়ে দেয়। 


    ঘটনাটি ঘটেছে রোববার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কেডি স্কুলের সীমানায় পরিত্যক্ত ভবনের পাশে। অভিযোগ ওঠা দুইজন পুলিশ সদস্য হলেন সুজন ও আলী আলম এবং অপরজন হলেন একজন সরকারি কর্মকর্তার ড্রাইভার কার্ত্তিক সরকার। 


    এদিকে পুলিশ সদস্য শিক্ষার্থীদের হাতে গাঁজা সেবনকালে আটক বিষয়টি নিয়ে ইতিমধ্যে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই প্রতিবেদকের হাতে আসা কয়েকটি ভিডিওতে দেখা যায়, পোশাক পড়া এক পুলিশকে তাদের পক্ষে সাফাই গেয়ে বলতে শোনা যায়, রোজার দিন তারা এখানে এসে বিড়ি খাচ্ছিল। পোশাক ছাড়া আরেক পুলিশ সদস্য বলেন, একটা বিষয় নিয়ে এখানে এসে কথা বলছি। তবে তাদের এই যুক্তি মেনে নেননি শিক্ষার্থীরা।


    অপরদিকে তাদের এমন কথা শুনে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আপনাদের কাজ অফিস রুমে। আপনাদের স্কুলে ঢোকার কোনো বৈধতা আছে কিনা জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি। তাই শিক্ষার্থীরা বলেন, আপনাদের স্কুলে ঢোকার বৈধতা নেই। এখানে ঠিকাদারী কাজ চলছে এই বাহানা দিলেও মানা যেত।


    শিক্ষার্থীদের আরও বলতে শোনা যায়, গাঁজা খাচ্ছিল এমন ভিডিও আমাদের কাছে আছে। হাতে একটা সিগারেট সদৃশ বস্তু নিয়ে তাদেরকে বলতে শোনা যাচ্ছে এটা গাঁজার সিগারেট। অবৈধ প্রশাসন, মানি না মানবো না। পুলিশ কেন গাঁজা খায় “জবাব চাই, বিচার চাই।”


    এমন সময় একজন চলে যেতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। তবে তার মুখে মাস্ক পড়া ছিল। তাই শিক্ষার্থীরা তাকে মাস্ক খুলতে বলেন।


    বিকেল সাড়ে ৫টার দিকে জানতে চাইলে নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফ্ফার মুঠোফোনে বলেন, তিনজনকে ডোপটেস্টের জন্য আনা হয়েছিল। তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। প্রসেসিং চলছে। যেকোনো সময় রিপোর্ট জানা যাবে বলেও জানান তিনি।


    নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদ ফেরদৌস বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যসহ তিনজনকে শিক্ষার্থীরা গাঁজা সেবন করতে দেখতে পায়। বিষয়টি তাদেরকে বলতে গেলে তারা শিক্ষার্থীদের উপর চড়াও হয়। কিন্তু বেশি শিক্ষার্থী থাকায় তারা পারেনি। একসময় শিক্ষার্থীরা তাদেরকে সার্চ করলে তাদের কাছে গাঁজার সিগারেট পায়। খবর পেয়ে ডিবির একটি টিম এসে তাদেরকে নিয়ে যায়। এবং শাস্তির বিষয়টি নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানান।


    তিনি আরও বলেন, আমরা স্কুলকে মাদক ও ইভটিজিং মুক্ত ঘোষণা করেছি। স্কুল ছুটির পর বহিরাগতরা এসে এখানে প্রতিনিয়ত মাদক সেবন করে। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি।


    নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ইতিপূর্বে পুলিশ প্রশাসনের কোনো সদস্য এই স্কুলে মাদক সেবন করেছে কিনা এটা আমার জানা নেই। আজ আমি জানতে পারি, ওই তিনজন নাকি গাঁজা সেবন করেছে, তাদের মধ্যে পুলিশ সদস্য ছিল। তাই তাদেরকে ছাত্ররা ধরে রেখেছে এবং পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে।


    তিনি আরও বলেন, আমার শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা। এখানে যদি কেউ নেশাদ্রব্য নিয়ে আসে বা সেবন করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


    জানতে চাইলে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এম এ মান্নান মুঠোফোনে বলেন, খবর পেয়ে কেডি স্কুল থেকে দুইজন পুলিশ সদস্যসহ তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সেখানে সদর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। আমরা উনার সহায়ক হিসেবে কাজ করেছি।


    নওগাঁ কেডি স্কুল থেকে দুই পুলিশ সদস্যকে নিয়ে আসার কথা স্বীকার করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী। কেন নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নে তিনি মুঠোফোনে বলেন, সিগারেট অথবা নেশা জাতীয় কিছু খাচ্ছিল, সেই জন্য ডোপ টেস্টে পাঠানো হয়েছে। ডোপ টেস্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গলাকেটে হত্যা, আটক ১

    ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে নিজ বাড়িতে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেন মৃধার (৬৫) মরদেহ। 


    শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে নবগ্রামের স্বল্পসেনা এলাকার নিজ ঘরে দেলোয়ার হোসেনের মরদেহ দেখতে পান তার ছোট ছেলে বাবু মৃধা। এ ঘটনায় মো. সোহরাব (৪০) নামে এক দিনমজুরকে আটক করা হয়েছে। 


     বাবু মৃধা জানান, তিনি প্রতিদিনের মতো বাবার জন্য খাবার নিয়ে বাড়িতে গেলে একচালা টিনের ঘরের ভেতর চৌকির ওপর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন। দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন এবং একাই গ্রামের বাড়িতে থাকতেন। পরিবারের অন্যান্য সদস্যরা ঝালকাঠি শহরে বসবাস করেন। স্থানীয়রা জানান, মরদেহ পাওয়ার কিছুক্ষণ আগেই দিনমজুর মো. সোহরাব (৪০) নামের এক ব্যক্তিকে দেলোয়ার হোসেন কাজের জন্য বাড়িতে নিয়ে আসেন। তার কাছে বাঁশ বিক্রির সাত হাজার টাকা ছিল। 


    স্থানীয়দের সন্দেহ, সোহরাব ওই টাকা লুট করার জন্য দেলোয়ার হোসেনকে হত্যা করেছে। এরপর উত্তেজিত জনতা সোহরাবকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। 


    পুলিশ জানায়, আটক সোহরাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    এনআই

    উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার

    রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তারকৃতরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।


    সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কতিপয় সক্রিয় সদস্যরা ৭ মার্চ তারিখে বাইতুল মোকাররাম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। তাদের তৎপরতা প্রতিরোধের উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা রুজু করা হয়েছে।


    সিটিটিসি সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।


    এবি 

    শপথ নিলেন সদ্য নিয়োগ পাওয়া পিএসসির ৭ সদস্য

    শপথ গ্রহণ করেছেন সদ্য নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাত সদস্য। রোববার (২ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।


     

    শপথ গ্রহণ করা সাত সদস্য হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। 

     

    গত ১৯ ফেব্রুয়ারি পিএসসিতে সাত সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


    এবি 

    Loading…